নিজস্ব প্রতিবেদক : ৫৯তম জোটা এবং ২০তম জোটির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা স্কাউটস ও রোভারের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের কমিশনার কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা রোভারের কমিশনার এসএম আব্দুর রশীদ, খুলনা আঞ্চলিক স্কাউটসের উপ কমিশনার আবুল বাশার পল্টু, সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মোস্তফা খাইরুল আবরাব ও মোবাশশেরুর রহমান, সদর উপজেলা স্কাউটসের কমিশনার আব্দুর রাজ্জাক, জেলা রোভারের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, স্কাউট শিক্ষক জহরুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এই অনুষ্ঠানটি অত্যন্ত যুগোপযোগী। স্কাউটসের আদর্শ জীবন গঠন করে দেশের কল্যাণে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার স্কাউটসের লেখাপড়ার পাশাপাশি নিরলসভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে মোট ৮০ জন স্কাউট ও রোভারের স্কাউট অংশ গ্রহণ করেন।