কলারোয়া

কলারোয়ায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

By Daily Satkhira

October 31, 2017

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় শুরু হলো আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। উপজেলার ১২টি ইউনিয়নের অনূর্ধ্ব ২১ বছরের খেলোয়াররা ১২টি ইউনিয়ন ভিত্তিক দলের হয়ে প্রথম আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় লাঙ্গলঝাড়া ও কেরালকাতা ইউনিয়নের দল অংশ নেয়। প্রতিযোগিতায় রেফারির দায়িত্বে ছিলেন- মাসুদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ৬নং সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ৪নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ৭নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ৯নং হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কলারোয়া থানার এএসআই গোপাল চন্দ্র বৈদ্য, এএসআই শাহিনুর রহমান, শার্শা উপজেলার কায়বা গ্রামের সমাজসেবক আব্দুল্লাহ সরদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক হারুন অর রশিদ। এ বিষয়ে কলারোয়া থানার ওসি বিপ্লব দেব নাথ জানান- ‘ইউনিয়ন ভিত্তিক দলের খেলা গুলো সোনাবাড়িয়া মাঠেই অনুষ্ঠিত হবে। মাদকমুক্ত ও অনৈতিকতা থেকে দূরে রাখতে যুব সমাজকে ক্রীড়ামুখি করার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।’