কে এম রেজাউল করিম : দেবহাটায় মাধ্যমিক পর্যায় স্কুল সার্টিফিকেট(জে.এস.সি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র দাখিল সার্টিফিকেট(জে.ডি.সি) এবং কারিগরিক শিক্ষা বোর্ডের আওতায় ভোকেশনাল ৯ম শ্রেণির পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় সখিপুর দাখিল মাদ্রাসায় জেডিসি এবং বেলা ১১.৩০ মিনিটে দেবহাটা মডেল হাইস্কুলে জেএসসি ও ভোকেশনাল পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও নকলমুক্ত সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব, হল সুপার ও ক পরিদর্শকগদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। সভায় সকলের উপস্থিতিতে তিনি বলেন, এবছর উপজেলার ২টি কেন্দ্রে জেএসসি, ১টি কেন্দ্রে জেডিসি এবং ভোকেশনাল পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যার মধ্যে জেএসসি পরীক্ষা দেবহাটা বি বি এম পি মডেল হাইস্কুল এবং দেবহাটা কলেজ ভেন্যুতে সর্বমোট ৭৩৭জন অংশ নেবে অপর কেন্দ্রে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় ও ভেন্যু পারুলিয়া বালিকা বিদ্যালয়ে সর্বমোট ৮৮৫জন অংশ গ্রহন করবে। অন্যদিকে জেডিসি পরীক্ষা কেন্দ্র সখিপুর আলিম মাদ্রাসায় ২৪৮জন অংশ গ্রহন করবে। একই সাথে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় ১১০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। অথ্যাৎ দেবহাটা উপজেলার জেএসসিতে ১৬২২জন, জেডিসিতে ২৪৮জন এবং ভোকেশনাল ১১০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। উক্ত পরীক্ষাসমূহ(অপরাধ) আইন ১৯৮০ কঠোরভাবে প্রয়োগ করা হবে। সেই সাথে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করার জন্য ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮এর ১৪৪ ধারা জারী ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট সুচারুরূপে দায়িক্ত পালন করবেন বলে নির্বাহী কর্মকর্তা জানান। তাছাড়া কেন্দ্রে কোন পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন, নকল, অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢুকতে পারে সে ব্যপারে দায়িত্বপ্রাপ্তদের কঠোর নির্দেশ দেওয়া হয়। তাছাড়া দায়িত্বরত কর্মকর্তাদের সুশিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে নকলমুক্ত, সুন্দর ও সুষ্ঠ ভাবে পরীক্ষা শেষ করতে অনুরোধ জানান তিনি। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রসা ও ভোকেশনাল স্কুলের প্রধান এবং কেন্দ্রে দায়ত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।