আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ২৮তম স্থানে।
সৌম্য সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ৪৭ করেন। দ্বিতীয় ম্যাচে করেন ৪৪। সৌম্য উপরে উঠলেও দুই ধাপ অবনমন হয়েছে সাব্বির রহমানের। ডানহাতি এই ব্যাটসম্যান আছেন ১৫তম স্থানে।
একই সিরিজে দ্রুততম শতকের রেকর্ড গড়েন ডেভিড মিলার। ৩৫ বলে শতকে পৌঁছানো মিলার ১০১ রানে অপরাজিত থাকেন। তার উন্নতি হয়েছে ১৬ ধাপ। তিনি আছেন ২২তম স্থানে। আরেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলা ৮৮ রান করার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় শোয়েব মালিক তিন ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।