খেলা

হাথুরুর কাছে জবাব চাইবে বিসিবি

By Daily Satkhira

October 31, 2017

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় চণ্ডিকা হাথুরুসিংহে পার করেছেন তিন বছর। দল ভাল করলে পেয়েছেন ভূয়সী প্রশংসা। খারাপ করলে নীরব থেকেছে বিসিবি। খেলোয়াড়দের বার বার দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। এবার খেলোয়াড়দের পাশাপাশি কোচের কাছেও জবাবদিহিতা চাওয়া হবে।

দ্বিতীয় মেয়াদে বিসিবির সম্ভাব্য সভাপতি হতে যাওয়া নাজমুল হাসান পাপন জানিয়েছেন, কোচ ছুটিতে থাকলেও তাকে দেশে এনে দলের বিবর্ণ পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হবে।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান বলেন, ‘এমন পারফরম্যান্স নিয়ে কোচের মতামত জানা প্রয়োজন। তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। যদি এখন ছুটিতে থাকেন তাহলেও চেষ্টা করবো দেশে এনে তার সঙ্গে কথা বলার। আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’

সাউথ আফ্রিকায় টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। জয়ের সুযোগ তৈরি করতে পারেনি একটি ম্যাচেও। এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না নাজমুল হাসান। এটা নিয়ে খেলোয়াড়, নির্বাচক ও অন্যান্য কোচদের সঙ্গেও বসবেন বলে জানান তিনি।

‘পুরো সফরে পারফরম্যান্স এতটাই খারাপ ছিল, এটা নিয়ে অবশ্যই আমাদের অনেক প্রশ্ন আছে। এখানে আমাদের জানতে হবে, অন্য কোনো সমস্যা আছে কিনা? একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ হারতেও পারে, তবে এভাবে হারাটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। সো এটা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের আসল সমস্যা কী হয়েছে, সেটা জানতে হবে।’

‘আমাদের শুধু বোলারদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দলে এতো এতো ভালো ব্যাটসম্যান, এতো ফ্লাট উইকেটে তারাও কিছু করতে পারেনি। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের জানা দরকার। এবং এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব দূর করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা মনে করি এতদিন বেশিরভাগ ম্যাচেই আমরা বাংলাদেশে খেলেছি। কিন্তু এখন বেশিরভাগ খেলা বাইরে। চ্যালেঞ্জটা আগের চেয়ে অনেক বেশি।’

সাউথ আফ্রিকা সফর শেষ করে বরাবরের মতো এবারও দলের সঙ্গে ঢাকায় ফেরেননি হাথুরুসিংহে। আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার কয়েকদিন আগে এসে দলকে সঙ্গে দেন তিনি। বাকি সময় নিজ দেশেই কাটান এই শ্রীলঙ্কান।

কোচ কেন এত ছুটি কাটান, এ ব্যাপারে প্রশ্ন করা হলে নাজমুল হাসান বলেন, ‘পরিকল্পনার বাইরে ছুটিতে কখনো তিনি থাকেন না। তার সঙ্গে আমাদের নির্ধারিত কোন ছুটির পরিকল্পনা নেই। যখন ছুটিতে যাওয়ার কথা, তখনই ছুটিতে যান তিনি। যখন এখানে থাকার কথা তখন এখানে থাকেন।’