ফিচার

সবুজ জলবায়ু তহবিলের অনুমোদিত প্রকল্পে অর্থ ছাড়ে বিলম্বে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্বেগ

By Daily Satkhira

November 01, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সবুজ জলবায়ু তহবিলের অনুমোদিত প্রকল্পে অর্থ ছাড়করণে বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্বেগ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগানকে সামনে রেখে ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ সভার আয়োজন করে। সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া আরো বক্তব্য রাখেন, সনাক’র জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী এ বি এম মোমিনুল হক, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মো. হাসানুল ইসলাম, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান মনির প্রমুখ। সভায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষে সবুজ জলবায়ু তহবিলের অর্থ ছাড়করণ বিষয়ে টিআইবি কর্তৃক ইতিবাচক এডভোকেসি কার্যক্রম গ্রহণের জন্য সহযোগিতা কামনা করে টিআইবি নির্বাহী পরিচালক বরাবরে প্রেরণের লক্ষ্যে নাগরিকগণ একটি আবেদপত্রে স্বাক্ষর প্রদান করেন। সভায় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক সদস্য ড. দিলারা বেগম, প্রভাষক মোমেনা খানম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, অনিমা রানী, এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, বাংলাদেশ ভিশন এর নির্বাহী পরিচালক অপরেশ পাল, বরসা’র সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ।