ফিচার

ভোমরা স্থলবন্দরের সমস্যা নিরসনের লক্ষ্যে গণশুানি অনুষ্ঠিত

By Daily Satkhira

November 01, 2017

নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থলবন্দরের সমস্যা নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় কাস্টসম চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন ভোমরা শুল্কু স্টেশনের সহকারী কমিশনার রেজাউল হক। এনবিআর এর নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী কশিনার জুয়েল আহমেদ, বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত এডি খাদেমুল হক, ভোমরা সিএন্ডএফ এজেন্ট’র সহ-সভাপতি শাহানুর ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, কোয়ারেইনটেন্ড এর সেকেন্ড অফিসার আসাদজ্জামান, রাজস্ব কমকর্তা শফিউর রহমানসহ সকল রাজস্ব কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা, ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন। ভোমরা কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, কোয়ারেইনটেন্ড ও সিএন্ডএফ এজেন্টদের সমন্বয়ে উক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে বক্তারা বলেন, বর্তমানে ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন করা জরুরি। ভারত- বাংলাদেশের মাধ্যবর্তী স্থানে একটি ব্রীজ রয়েছে। উক্ত ব্রীজটি সংষ্কারের নাম করেও সংস্কার করা হচ্ছে না। দীর্ঘদিন এটির এক পাশ বিকল অবস্থা রয়েছে। যে কারণে এ বন্দরে যানজটের সৃষ্টি হচ্ছে পাশাপাশি বন্দরে গাড়িও ঢুকছে কম। অবিলম্বে ওই ব্রীজটি সংস্কারের দাবি জানান। এছাড়া ভোমরা বন্দরের চেয়ে অন্যান্য বন্দরগুলোতে সুযোগ সুবিধা বেশী পাওয়ার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে অন্যান্য বন্দরের দিকে ঝুঁকছে। এতে করে ভোমরাবন্দর ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবিষয়ে সুদৃষ্টি কামনা করেন বক্তারা। এদিকে এ বন্দরে যে সব মালামালের অনুমতি রয়েছে বন্দরের সুুযোগ সুবিধা কম থাকার কারণে সে সব মালামাল ঢুকছে না। যেহেতু পেঁয়াজ শুল্কমুক্ত পণ্য সে কারণে ব্যবসায়ীরা পেঁয়াজের গাড়ি স্কেল না করে সরাসরি ওয়্যার হাউজে প্রবেশের দাবিসহ বন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় আগত কর্মকর্তারা তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।