আশাশুনি ব্যুরো: সারাদেশের ন্যায় আশাশুনিতে আজ জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। উপজেলায় মোট ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি মাদরাসার ৫ হাজার ১ শত ২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে জেএসসি ৩ হাজার ৯ শ’ ৫৩ জন এবং জেডিসি পরীক্ষার্থী ১১৭০ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ জানান, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। যার মধ্যে আশাশুনি কেন্দ্রে ১৪টি স্কুলের ১৩২০ জন পরীক্ষার্থী রয়েছে। এখানে মূল কেন্দ্রে ৪১০ জন ছাত্র ও ২৬৮ জন ছাত্রী এবং ভেন্যু কেন্দ্রে ৩১০ ছাত্র ও ৩৩২ ছাত্রী মোট ১৩২০ জন পরীক্ষার্থী রয়েছে। বুধহাটা কেন্দ্রে ১৪টি স্কুলের ১১২৭ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে মূল কেন্দ্রে ৩৬৫ ছাত্র ও ৪০৪ ছাত্রী এবং ভেন্যু কেন্দ্রে ১৮৮ ছাত্র ও ১৭০ ছাত্রী রয়েছে। দরগাহপুর কেন্দ্রে ৬টি স্কুলের ৭২৭ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে মূল কেন্দ্রে ১৬১ ছাত্র ও ২২৪ ছাত্রী এবং ভেন্যু কেন্দ্রে ১৬৮ ছাত্র ও ১৭৪ ছাত্রী রয়েছে। বড়দল কেন্দ্রে ১২ টি স্কুলের ৭৭৯ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ৩৫৩ ছাত্র ও ৪২৬ জন ছাত্রী। অপর দিকে জেডিসি পরীক্ষায় ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশাশুনি কেন্দ্রে ২১টি মাদরাসার ৮৬০ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ৩৯৬ ছাত্র ও ৪৬৪ ছাত্রী এবং গুনাকরকাটি কেন্দ্রে ৮টি মাদরাসার ৩১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ১৮৮ ছাত্র ও ১২২ জন ছাত্রী। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।