চ্যাম্পিয়ন্স লিগে আরএসজি আন্ডারলেখটের বিপক্ষে পিএসজির ৫-০ গোলে জয়ের রাতে পয়েন্ট হারাতে হয়েছে মেসির বার্সেলোনাকে। অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
পিএসজির পাঁচগোলের তিনটি কুরজাওয়ার। অন্য গোল দুটি ভেরাত্তি এবং নেইমারের।
এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি।
অন্যদিকে বার্সা ডুবেছে সুয়ারেজের দৃষ্টিকটু কয়েকটি মিসে। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে এখনো গোল পাননি উরুগুয়ের স্ট্রাইকার। এদিন ভালভার্দের ছেলেরা গোলমুখে ১৯টি শট নিয়ে জালের দেখা পায়নি।
‘ডি’ গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
আরেক ম্যাচে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরা জুভেন্টাস ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে থাকা পর্তুগালের ক্লাব লিসবনের পয়েন্ট ৪। অলিম্পিয়াকোসের পয়েন্ট ১।
বি’ গ্রুপের অপর ম্যাচে সেল্টিকের মাঠে ২-১ গোলের জয়ে ৯ পয়েন্ট নিয়ে পিএসজির সঙ্গী হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ।
এ’ গ্রুপে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মরিনহোর দলকে সেরা ষোলো নিশ্চিত করতে হলে পরের দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে।