আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহত ৮: মিলেছে আইএসের নোট

By Daily Satkhira

November 01, 2017

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক হামলায় ৮ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাক থেকে আইএসের্ একটি নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবদনে থেকে একথা জানা যায়। প্রতিবেদন বলা হয়, ইংরেজিতে লেখা এই নোটটি ট্রাকের মধ্যেই পেয়েছে পুলিশ। এই নোটটিতে দাবি করা হয়, আইএসের সমর্থনেই এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাতে) নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। আহত হন আরও ১২ জন।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্ক মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, ‘এটি একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।’

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি সাদা পিকআপ ট্রাক দ্রুত গতিতে এসে সাইকেল চালানোর রুটে ঢুকে পড়ে। সাইকেল চালকদের ওপর দিয়ে এলোপাতাড়িভাবে ট্রাকটি চালিয়ে নেওয়া হয়। অনেক মানুষ হতাহত হয়েছে এ ঘটনায়। এসময় নয় থেকে দশ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা।

ঘটনার পর স্থান ত্যাগের সময় ওই ট্রাকচালক ও সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।