আন্তর্জাতিক

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

By Daily Satkhira

November 01, 2017

সিরিয়ার দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অবস্থানে রাশিয়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভেলিকি নোভগোরোদ সাবমেরিন থেকে দেইর আয-যোরের আবু কেমাল বসতির কাছে এ হামলা চালানো হয়। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং এতে দায়েশের কয়েকটি কমান্ড পোস্ট, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, সাঁজোয়া বহর মোতায়েন করা একটি এলাকা ধ্বংস হয়েছে। হামলার পর সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের মাধ্যমে দায়েশের ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।-পার্সটুডে।

সিরিয় সেনাবাহিনী যখন একের পর এক অভিযান চালিয়ে দায়েশকে নির্মূল করছে তখন এ হামলা চালানো হলো। দায়েশ-বিরোধী অভিযানে রুশ বাহিনী বিমান সহায়তা দিচ্ছে। গত মাসে সিরিয় বাহিনী দেইর আয-যোর নগরীতে দায়েশের তিন বছরের অবরোধ ভাঙতে সক্ষম হয়।