দেবহাটা

দেবহাটায় নকলমুক্ত পরিবেশে জেএসসি-জেডিসি-ভোকাশনাল প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

By Daily Satkhira

November 01, 2017

কেএম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় মাধ্যমিক পর্যায় স্কুল সার্টিফিকেট(জে.এস.সি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র দাখিল সার্টিফিকেট(জে.ডি.সি) এবং কারিগরিক শিক্ষা বোর্ডের আওতায় ভোকেশনাল ৯ম শ্রেণির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলার ২টি কেন্দ্রে জেএসসি, ১টি কেন্দ্রে জেডিসি এবং ভোকেশনাল পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে জেএসসি পরীক্ষা দেবহাটা বি বি এম পি মডেল হাইস্কুল এবং দেবহাটা কলেজ ভেন্যুতে সর্বমোট ৭৩৭জন অংশ নেবে অপর কেন্দ্রে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় ও ভেন্যু পারুলিয়া বালিকা বিদ্যালয়ে সর্বমোট ৮৮৫জন, জেডিসি পরীক্ষা কেন্দ্র সখিপুর আলিম মাদ্রাসায় ২৪৮জন, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় ১১০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে চাহিদাপত্র দেওয়া হয়। কিন্তু দেবহাটা উপজেলার জেএসসিতে উপস্থিত ১৬১৭জন এবং অনুপস্থিত ৩৯ জন। জেডিসিতে ২৪৩জন উপস্থিত এবং অনুপস্থিত ১৩জন। ভোকেশনাল ১০৬ জন উপস্থিত এবং অনুপস্থিত ১৯জন। এদিকে প্রত্যেকটি কেন্দ্রে যেয়ে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা সুন্দর, সুষ্ঠ ও নকলমুক্ত সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকগনের সাথে মতবিনিময় ও কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বেলা ১২ টার দিকে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রসা ম্যানেজিং কমিটির সভাপতি, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও বিশিষ্ট সমাজেসেবক আলহাজ্ব আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফরহাদ হোসেন হিরা, মাদ্রাসা সুপার তৈয়েবুর রহমান প্রমূখ। নির্বাহী কর্মকর্তা নকলমুক্ত সুন্দর ভাবে পরীক্ষা শেষ করতে সকলের সহযোগীতা কামনা করেন।