দেবহাটা

দেবহাটা ঈদগা বাজারে ভারী বালুরট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন

By Daily Satkhira

November 01, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ঈদগাহ বাজারে ভারী বালুরট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় দেবহাটার ঈদগাহ বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সখিপুর ইউপি চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সম্পাদক আনারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, তাঁতিলীগের সাধারণ সম্পাদক আকবর আলী, মুক্তিযোদ্ধা সাবুর আলী, বাবুর আলী, আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন, উপজেলা জাতীয়পার্টির যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আনু, ইউপি সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। এসময় বক্তরা বলেন, সখিপুর মোড় হতে দেবহাটা উপজেলা গামী প্রধান সড়ক যেটি ভারী বালুরট্রাকের কারণে চলাচলের অনুপোযোগী হতে বসেছে। সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল চলাচলের একমাত্র সড়কটি নষ্ট করছে দাবী করে বক্তরা দ্রুত ভারী বালুরট্রাক বন্ধে করে সড়কটি সংস্কার করার অনুরোধ জানান।