কালিগঞ্জ

কালিগঞ্জে ভুলবশত কীটনাশক ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

By Daily Satkhira

November 01, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জঃ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের এক গৃহবধুর ভুলবশত কীটনাশক ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের মনিরুল ইসলামের স্ত্রী ও ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখ আবু সাঈদের মেয়ে ছালিনা বেগম (২২)। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায় দীন মজুর মনিরুলের সাথে ছালিনার ৩ বছর আগে বিয়ে হয়। গত দুই সপ্তাহ আগে স্বামী মনিরুল ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজে এলাকার বাইরে কাজ করতে যায়। এজন্য শ্বশুর শাশুরি ও ছালিনা একসাথে বসবাস করত। বুধবার সকাল ৬ টার দিকে সে গ্যাসের ট্যাবলেট ভেবে পুকুরে মাছের জন্য ব্যবহার যোগ্য বাড়িতে রাখা কীট নাশক ঔষধ গ্যাস ট্যাবলেট খায়।এরপর তার শরীলে অশস্তি বোধ করলে পড়শীদের বিষয়টি অবগত করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী সাথে সাথে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তিকরে। এসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যুই হয় বলে জানা যায়। এ বিষয়ে গৃহবধুর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ভুল বশত কীটনাশক ট্যাবলেট খেয়ে আমার মেয়ে হাসপাতালে মারা গিয়েছে। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকছেদুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু অপরিচিত কীটনাশক খেয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ফণিভুষণ সরকার বলেন কীটনাশক খাওয়ার সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের নির্দেশে আমি হাসপাতাল যায় সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে আসি কিন্তু পরিবারের লোক জনের লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়না তদন্ত না করে তার আত্বীয় স্বজনদের নিকট হস্তান্তর করে দাফন সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়ের মা জাহানারা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের করেছে (মামলা নং-২৯)।