ফিচার

জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন: জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১১৭৪

By Daily Satkhira

November 02, 2017

নিজস্ব প্রতিবেদক : কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে জেএসসি ও জেডিসি প্রথম দিনের পরীক্ষা। গতকাল বুধবার থেকে শুরু জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনের জেএসসি ও জেডিসি পরীক্ষায় সর্বমোট অনুপস্থিত ১ হাজার ১শত ৭৪জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬শত ১৭ জন যা ২৩ টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৪জন। এবং ১৩টি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৪শত ৩৯জন। এর মধ্যে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৫শত ৫৭জন। পরীক্ষা নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে ছিল ম্যাজিসস্ট্রেট ও পুলিশ। জনসাধারণের প্রবেশ ছিল সম্পূর্ণরুপে নিষিদ্ধ। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে জেলা ম্যাজিসস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস হাইস্কুল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবুসহ বিদ্যালয়ের প্রধানগণ