খেলা

নেহরার বিদায়ী ম্যাচে ভারতের দুর্দান্ত জয়

By Daily Satkhira

November 02, 2017

আশিষ নেহরার বিদায়ী ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত। কেরিয়ারের শেষ ম্যাচে কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৯ রান দেন নেহরা।

২০৩ রান তাড়া করতে নেমে আট উইকেটে ১৪৯ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সেই সঙ্গে কিউয়িদের প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। এর আগে পাঁচবারের সাক্ষাতে কখনই জয়ের স্বাদ পায়নি ভারত।

পাহাড় সমান রান তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মাত্র ১৮ রানে ২ উইকেট হারানোর পর তাদের রান তোলার গতি অনেক শ্লথ হয়ে যায়। কিউইরা ৫৪ রানে যখন তৃতীয় উইকেট হারায় তখন ম্যাচের ৯.১ ওভার পেরিয়ে গেছে। এরপর ম্যাচ জেতার চেয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করার লক্ষ্যেই খেলেছে তারা। তাই শেষপর্যন্ত তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১৪৯ রান। সর্বোচ্চ ৩৯ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান টম ল্যাথাম। শেষ দিকে মিচেল স্যান্টনার ১৪ বলে ২৭ রান করেন।

এর আগে, ফিরোজ শাহ কোটলায় টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতে একটু দেখে খেলার পর স্বরুপে ধরা দেন ভারতের দুই ওপেনার রোহিত-ধাওয়ান। ১৬ ওভারে ওপেনিং জুটিতে ১৫৮ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।

শেষ পর্যন্ত সোধির বলে ব্যক্তিগত ৮০ রানে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান। রানের গতি ধরে রাখতে হার্দিক পাণ্ডিয়াকে তিন নম্বরে পাঠান ক্যাপ্টেন কোহলি। কিন্তু সোধির পরের বলেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফেরেন হার্দিক। তার পর ক্রিজে আসেন অধিনায়ক নিজেই। মাত্র ১১ বলে তিনটি ছক্কাসহ ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন বিরাট।

ধাওয়ানের মতো রোহিতও ব্যক্তিগত ৮০ রানে ডাগ-আউটে ফেরেন। বোল্টের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ‘হিটম্যান’। ৫৫ বলে চারটি ছয় ও ছ’টি বাউন্ডারি মারেন রোহিত। এর পর ক্রিজে এসে ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর, রাজকোটে।