ফিচার

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও হোস্টেল পরিদর্শন করলেন রিফাত আমিন এমপি

By Daily Satkhira

November 02, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও হোস্টেল পরিদর্শন করলেন রিফাত আমিন এমপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি কলেজ ও হোস্টেল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শশী ভূষণ পাল, সহকারি অধ্যাপক শ্যামা প্রসাদ ঘোষ, সহকারি অধ্যাপক আয়শা সিদ্দিকা, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুল হাই সিদ্দিকী, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আজিজুর রহমান, প্রাণিবিজ্ঞান বিভাগের ৃসহকারি অধ্যাপক মোঃ অলিউর রহমান, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক এম.এম কামরুজ্জামান, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ শাহিনুর রহমান, প্রভাষক ওলিউল্লাহ আল মামুন, প্রভাষক সোহানা রুম্মান। শেষে তিনি সরকারি মহিলা কলেজ হোস্টেল পরিদর্শন করেন। এসময় হোস্টেলের শিক্ষার্থীরা তাদের তুলে ধরে বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ জেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এ কলেজে একটি মাত্র হোস্টেল আছে ছাত্রীদের থাকার জন্য। হোস্টেলে আসন সংখ্যা সিমিত থাকায় একসিটে দুজন করে থাকতে হয় যা অনেক কষ্টকর। এখানে আবাসন সংকট, ক্রীড়া সামগ্রী সংকট, কমন রুমের সমস্যা, ডায়েনিং রুমের সমস্যা, যেখানে রান্না হয় সেখানেও পানি পড়ে, এখানে যারা কাজ করে তারাও অত্যন্ত সীমিত বেতনে কাজ করে, এছাড়া নানা সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় রিফাত আমিন এমপি বলেন, সমস্যা থাকবে তার মধ্যদিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, নারীরা সকল দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এসময় তিনি হোস্টেলের ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সহকারি হোস্টেল সুপার শাহিনুর রহমান, হোস্টেল মনিটর সুশীলাসহ হোস্টেলের সকল ছাত্রীরা।