তালা

ঋণের দায়ে কিডনি বিক্রি করতে চান সাতক্ষীরার রহিম !

By Daily Satkhira

November 02, 2017

নিজস্ব প্রতিবেদক : নাম আব্দুর রহিম। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার মৃত. মোসলেম শেখের ছেলে সে। তার এক চোঁখ অন্ধ। অভাব অনটনের সংসারের ভরণপোষণে তিনিই একমাত্র ভরসা। বিভিন্ন এনজিও সংগঠন থেকে ঋণ নিয়ে বিয়ে দিয়েছিলেন মেয়েকে। সেই ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা তিনি। বাড়িতে স্ত্রী ও আরেকটি কন্যা রয়েছে। এখন নিজের কিডনি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তা আইনসিদ্ধ নয়। নিজের এমন দূরাবস্থার কথা জানিয়ে আব্দুর রহিম বলেন, সংসারের অভাবের কারণে তালার কৃষি ব্যাংক, বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ও উত্তরণ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলাম। পারিবারিকভাবেও রয়েছে অনেক ঋণের বোঝা। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা ঋণের বোঝা আমাার মাথার উপরে। ঋণ পরিশোধ করতে নিজের কিডনি বিক্রি করা ছাড়া আমার আর কোন উপায় নেই। আব্দুর রহিমের ব্যাপারে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, ‘অসহায় এই মানুষটি ঋণের টাকা পরিশোধ করার জন্য নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রতিবন্ধী অসহায় এই মানুষটিকে সরকারি বা বেসরকারিভাবে সাহায্য করা যায় অথবা সংস্থাগুলো যদি ঋণের টাকাগুলো মওকুফ করে দেয় তবে অসহায় এ পরিবারটি চিরতরে বেঁচে যাবে। অন্যদিকে, আব্দুর রহিম বলেন, আপনারা সম্ভব হলে ঋণের টাকাগুলো মহকুফের ব্যবস্থা করে দেন অথবা আমার কিডনি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেন। ঋণের বোঝা মাথায় নিয়ে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। বাড়িতে থাকা কোন কিছু বিক্রি করবো এমন অবস্থাও আমার নেই।