খেলা

বাংলাদেশকে আটে উঠতে দিল না উইন্ডিজ

By Daily Satkhira

November 02, 2017

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে জিতে নিয়ে সাদা পোশাকের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আট নম্বরে উঠতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ ‘ড্র’ করে নিজেদের ৮ নম্বর স্থান বাঁচিয়ে বাংলাদেশকে ৯ নম্বরে রেখে দিয়েছে দলটি।

শেষ টেস্টে বৃহস্পতিবার শেষ সেশনে চাকাভা ও গ্রায়েম ক্রেমারের দারুণ এক জুটিতে ভর করে ৭ উইকেটে ৩০১ রান নিয়ে পঞ্চম দিন শেষ করে জিম্বাবুয়ে। তাতেই ড্র। এই ম্যাচটি জিম্বাবুয়ে জিততে পারলে সিরিজটি ১-১ এ ‘ড্র’ হতো। তাতে ৯ নম্বরে নেমে যেত ক্যারিবীয়রা।

প্রথম টেস্টে ১১৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের নেতৃত্বে এটাই তাদের প্রথম টেস্ট সিরিজ জয়।

ব্যাট-বল হাতে অলরাউন্ডিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার পান রাজা। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা দেবেন্দ্র বিশু।

৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৭২। দশে থাকা জিম্বাবুয়ের এখন র‌্যাঙ্কিংয়ে কোনো পয়েন্ট নেই।

সিরিজ ‘ড্র’ হলেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হতো ৭২। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে আটে উঠত বাংলাদেশ।