নিজস্ব প্রতিবেদক : টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত ‘সেতু’ সমিতির অফিস ঘেরাও করেন সাধারণ গ্রাহকেরা। বৃহঃবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা যায়, পাটকেলঘাটায় অবস্থিত ‘সেতু’ সমিতি সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গ্রুপ তৈরী করে আমানত সংগ্রহ করে। পরে ওই টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করেন। এছাড়া ঐ টাকা দিয়ে রাস্তার পাশে গাছ রোপণ করা হয়। গাছ বিক্রয়ের টাকার ২০% সাধারণ গ্রাহকদের দেওয়ার কথা। সম্প্রতি সেই গাছ ২ কোটিরও অধিক টাকায় বিক্রি করা হয়। কিন্তু সাধারণ গ্রাহকদের কোন টাকা দেওয়া হয়নি। হঠাৎ রাস্তার পাশে লাগানো গাছের টাকা কর্মকর্তারা হজম করে ফেলেছে এমন খবর পেয়ে গ্রাহকেরা অফিস ঘেরাও করে। কাশিপুর গ্রামের রতন দাশ, বাবুলাল দাশ, কৃষ্ণ পদ দাশ, অরুণা দাশ, তৈলকুপির সেলিনা সহ একাধিক গ্রাহক জানান, আমাদের এত বছরের সঞ্চয়কৃত টাকার কোন হিসাব দেখাতে পারছেন না এই সমিতির কর্মকর্তারা। বিভিন্ন টাল বাহানা করে আমাদের ৬০ লক্ষাধিক টাকা আতœসাৎ করেছেন তারা। আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে সঞ্চয় করেছি। লাভের দরকার নেই, আমাদের সঞ্চয়কৃত আসল টাকা চাই। ‘সেতু’ সমিতির পরিচালক আবুল হোসেন বলেন, ‘সাধারণ গ্রাহকের টাকা তালা ইউএনও সাহেবের এ্যাকাউন্টে আছে। সময় মত প্রত্যেক গ্রাহককে দেওয়া হবে।’ তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বলেন, ‘গ্রাহকের ৬০ লাখ টাকা আমার একাউন্টে আছে কথাটি সত্য। নিয়ম অনুযায়ী উপকারভোগীদের টাকা সঠিক নিয়মে প্রদান করা হবে। টাকা কিভাবে পাবে? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উপকারভোগীরা সর্বসম্মতিক্রমে ব্যক্তিগত একাউন্ট করলে আমি নিয়ম অনুযায়ী যার যার প্রাপ্য টাকা একাউন্টে জমা করে দেবো অথবা তারা সর্বসম্মতিক্রমে একটা কমিটি করতে পারে। যে কমিটি সকলের টাকা সঠিকভাবে বন্টন করে দেবে। আমি কোন একজন ব্যক্তির কাছে টাকা দেবোনা। টাকা নিয়ে সে যদি নিজেই আত্মসাৎ করে তবে উপকারভোগীরা টাকা না পেয়ে শেষে আমার বিরুদ্ধে অভিযোগ করবে।’