ফিচার

সাতক্ষীরার সীমান্তে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

By Daily Satkhira

November 03, 2017

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত উক্ত স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।। আটক স্বর্ণ চোরাকারবারীরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)। বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার পিচ স্বর্ণের বারসহ উক্ত দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।