সাতক্ষীরা

হজ শেষে দেশে কোমরপুরের এবাদুল সরদার

By Daily Satkhira

October 16, 2016

এ এস এম মাকছুদ খান: পবিত্র হজব্রত পালন ও হযরত মুহাম্মদ (সাঃ)এর রওজা মুবারক জিয়ারত শেষে মোহাম্মাদ মফিজুল ইসলাম ফাহিম এর পিতা ঢাকার ফিরেছেন। সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের পাঁচ সন্তানের জনক হাজী মোহাম্মাদ এবাদুল সরদার। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা২৪ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে তার ছোট ছেলে মোহাম্মাদ মফিজুল ইসলাম ফাহিম রিসিভ করে ঢাকার বাসায় নিয়ে আসেন। ঢাকার বাসা হইতে (৪ অক্টোবর)সকাল ৮টার দিকে হাজী মোহাম্মাদ এবাদুল সরদার সাতক্ষীরা জেলা শহরের সংগীতা মোড়ে পৌঁছালেত ার ছেলেরা (বড় ছেলে মোঃ খলিলুর রহমান, মেজ ছেলে মোঃ হবিবার রহমান, সেজি ছেলে মোঃ মুজিবর রহমান এবং নাতি-পুতি) এবং সাতক্ষীরা জেলা ভোমরা বন্দরে অর্থ সচিব ও সুমনা ফাউন্ডেশন এর চেয়ারমান মোঃ মাকসুদ খান ও বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা বিনিময় করে গ্রামের বাড়ি কোমরপুরে নিয়ে যান। পরবতীতে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে শুভেচ্ছা করেন। উল্লেখ্য, পবিত্র হজব্রত পালন ও হযরত মুহাম্মদ (সাঃ) এরও জামুবারক জিয়ারতের উদ্দেশ্যে গত ২১ আগস্টরাত ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন মোহাম্মাদ এবাদুল সরদারসহ সাতক্ষীরা অনন্য হাজীগণ। এরপর ২২আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ্বফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১টার দিকে জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। তিনি হজব্রত পালন শেষে সুস্থভাবে নিজ জন্মভূমিতে ফিরে আসতে পেরে আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন এবং তার জন্য ও তার পরিবারে এর জন্য আপনদের কাছে দুআ কামনা করেন।