ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জঃ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে বৌদীকে আঘাত করায় ভারতীয় নাগরিক দেবর ও ননদকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মৃত অশ্বিন বসাকের ছেলে ও মেয়ে বর্তমান ভারতীয় নাগরিক অমল বসাক (৬০) ও তার বোন গৌরি রায় (৫৫)। আহত মহিলা হলেন কাশিশ্বরপুর গ্রামের মৃত বিমল বাসকের স্ত্রী অঞ্জলি বাসক (৫৮)। সরেজমিনে জানা যায় শুক্রুবার বিকাল ৫ টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অঞ্জলি ও দেবর অমল বসাকের সাথে বাক বিতন্ডতা শুরু হয়। এক পর্যায়ে অঞ্জলি রাগন্নিত হয়ে দেবরের বুকে ধাক্কা মারে সাথে সাথে দেবর অমল পাল্টা ধাক্কা দিয়ে বৌাদিকে তাদের উঠানে ফেলে দেয়। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে অঞ্জলি। এসময় প্রত্যক্ষ দর্শীরা তাকে উদ্ধার করে স্থানিয় গ্রাম্য ডাক্তার তরুণ কুমার ঘোষকে খবর দেয় ডাক্তার রুগীর অবস্থার খারাপ দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এসময় এলাকা বাসি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অভিহিত করে। থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার ও থানার সহকারী- উপপরিদর্শক মিজানুর রহমান ঘটনা স্থল থেকে অমল বসাক ও গৌরী বসাককে আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যাক্ষ দর্শিরা বলেন অমল তার বৌদি অঞ্জলীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কিন্তু তাকে মারধর করেনি। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার জানান অঞ্জলি বাসককে আঘাত করার কারনে মোবাইল ফোনে অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ঘটনা স্থল থেকে তাদের দুইজনকে আটক করা হয়েছে।