সাতক্ষীরা

ফেইসবুকের কল্যাণে নগদ অর্থ পেলো অসুস্থ মেধাবী শিক্ষার্থী মামুন

By daily satkhira

October 16, 2016

প্রেসবিজ্ঞপ্তি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখে দেবহাটা বিবি এমপি ইনস্টিটিউশান মডেল স্কুলের নবম শ্রেণির অসুস্থ মেধাবী শিক্ষার্থী আল মামুন (১৬)কে স্যোশাল ইসলামী ব্যাংক লি: এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার সকাল ১১টায় স্যোশাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে হার্টের ছিদ্র রোগে আক্রান্ত মামুনের পিতা দেবহাটার বসন্তপুর এলাকার কৃষক আব্দুল আলিম ও মাতা মোসলেমা খাতুনের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্যোশাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক, অপারেশন ম্যানেজার মো: মহসীন রেজা, এক্সকিউটিভ ম্যানেজার মোখলেছুর রহমান, সিনিয়র অফিসার মামুন মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ। সোশাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক বলেন, মামুনের বিষয়টি স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকের মাধ্যমে আমাদের নজরে আসলে বিষয়টি খোজ খবর নিয়ে আমাদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা করি। সে অনেক মেধাবী শিক্ষার্থী। মামুনের বাবা আব্দুল আলিম বলেন, সে (মামুন) ক্লাস সেভেনে পড়াকালিন সময়ে হার্টের ছিদ্র রোগের বিষয়টি ধরা পড়ে। সে অসুস্থ অবস্থায় ২০১৬ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। আরো বলেন, দিন দিন অসুস্থ হতে থাকলে চিকিৎসদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার ভারতে নিয়ে যেতে বলা হয়। কিন্তু আমি সামান্য একজন কৃষক আমার পক্ষে সেই টাকা যোগাড় করা সম্ভব ছিল না। দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়েছিলাম আর সব ঋণ  করে ভারতের ভ্যালরে অপারেশন করা হয়েছে এখন কিছুটা সুস্থ্য। মামুনকে চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছি। কিছুদিন পর আবার তাকে নিয়ে ভারতে যেতে হবে। যাতে অনেক অর্থের প্রয়োজন। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।