কলারোয়া ডেস্ক : ‘উৎপাদনমুখি সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে জাতীয় পাতাকা উত্তোলন শেষে ওই মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশেল আলী। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিআরডিপি’র চেয়ারম্যান আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কামারালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু বকর ছিদ্দিক, সরসকাটি পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সহ-সভাপতি অধ্যাপক কে এম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, রাজিবুল ইসলাম, রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন সমিতি থেকে আসা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।