তালা

তালায় জাতীয় সমবায় দিবস উদযাপন

By Daily Satkhira

November 04, 2017

নিজস্ব প্রতিবেদক : তালায় ৪৬তম জাতীয় সমবায় দিবস-১৭ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপ-শহর প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ মোছাদ্দেক হোসেন । উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, কপোতাক্ষ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউ পি সদস্য মো. শামছুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার রায়, তালা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, ইউপি সদস্য প্রকাশ দালাল প্রমুখ। আলোচনা শেষে সমবায় সমিতির উন্নয়নকল্পে বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”।