আশাশুনি

বাংলাদেশ আজ থেকে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করেছে- রুহুল হক এমপি

By Daily Satkhira

November 04, 2017

তোষিকে কাইফু : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ইউনিট-১ এর মূল পর্বের কাজ শুরু করার জন্য প্রকল্পের মালিক প্রতিষ্ঠান ৪ নভেম্বর শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে কতিপয় শর্ত সাপেক্ষে ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে। এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে লাইসেন্সধারী শর্ত পূরণ সাপেক্ষে মূল নির্মান কাজ শুরু করার অনুমতি পেল। উল্লেখ্য, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই অনুমতি প্রদানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) এর সকল প্রযোজ্য সেফটি মানদ- ও গাইডলাইন এবং বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে। এছাড়াও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির সেফটি যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে এই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন রাশিয়ান ফেডারেশন, ভারত ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল রেগুলেটরী ডকুমেন্টের কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তপক্ষ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ইউনিট-১ এর জন্য ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি। এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাশিয়ান ফেডারেশন রেগুলেটরী বডি রোসটেকনাযর এর ডেপুটি চেয়ারম্যান আলেক্সি ফেরাপনটভ, রোসাটম এর ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলাই স্পাস্কি, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মোঃ শৌকত আকবর, নিউক্লিয়ার সেপটি এন্ড সিকিউরিটি বিভাগের পরিচালক ড. সত্যজিৎ ঘোস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী। অনুষ্ঠান শেষে ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্সটি বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. দিলীপ কুমার সাহার নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান বলেন- বঙ্গবন্ধু কন্যার একটি বিশাল বড় সিদ্ধান্ত ছিল রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প নির্মান করা। সেই সিদ্ধান্ত আজ বাস্তবায়িত হয়েছে। এই কৃতিত্ব বাঙ্গালি জাতির, এই কতিত্ব জননেত্রী শেখ হানিার। তিনি আরও বলেন, ডা. রুহুল হক এমপি এই প্রকল্পের নেতা। তিনি বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রকল্পের শুরু থেকে অধ্যবদি তিনি নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন এই প্রকল্পে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুহুল হক এমপি বলেন- বাংলাদেশ আজ থেকে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করেছে। স্বাধীনতার পরে এত বড় উন্নয়নের কাজ আর হয়নি। আগামীকাল থেকে এর মূল কাজ শুরু হবে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্ব। তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য আই.এ.ই.এ এর গাইড লাইন অক্ষরে অক্ষরে পালন করছে এবং প্রতিটি স্তওে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বাংলাদেশ।বিশ্বের দরবারে প্রমান করছি যে পরমাণু বিদ্যুৎ তৈরি করতে বাঙ্গালিরা পারে।