তালা

পাটকেলঘাটায় খোলামেলাভাবে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ও দাহ্য পদার্থ

By daily satkhira

October 16, 2016

নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটা ও আশেপাশের বাজারগুলোতে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ। বাজারে, রাস্তার পাশে এমনকি গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে এলপি গ্যাস সিলিন্ডার, পেট্রল,ডিজেল, সহ দাহ্য পদার্থ। পাটকেলঘাটা বাজারের মটর পার্টসের দোকান, টাইলসের দোকান, রড সিমেন্টের দোকান, কুড়োর দোকান, স্টেশনারীর দোকান এমনকি মুদি দোকানেও দেদারসে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। ক্রেতাদের   মনযোগ আকর্ষণ করার জন্য দোকানের বাইরে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার সাজিয়ে রাখছেন দোকানীরা। গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে পেট্রোলও ডিজেল। খরিদ্দারদের দৃষ্টি আর্কষণের জন্য পেট্রোলের বোতল রাস্তার পাশে টেবিলের উপর সাজিয়ে রাখা হয়। এ সকল দাহ্য পদার্থ খোলামেলাভাবে রাখা বা বিক্রি করা খুবই বিপজ্জনক এবং বে-আইনি।