নিজস্ব প্রতিবেদক : প্রথমআলোর সাহসী ১৯-এ স্লোগান নিয়ে সাতক্ষীরায় প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘জন্মদিনে তোমায় আমি কি দিব উপহার,বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পিয়ার’ এ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার ১১টায় সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা কলেজ শিক্ষক ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ সুপার মো: আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যাড, শাহনেওয়াজ পারভিন মিলি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপধাক্ষ্য আব্দুল হাদী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহি, জেলা ন্যাপের সভাপতি কাজী সাইদুর রহমান, দৈনিক সমকালের সাতক্ষীরা প্রতিনিধি এম, কামরুজ্জামান ও বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরায় প্রথমআলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। বক্তরা বলেন, হাজার গোলামের মধ্যে শ্রেষ্ঠ গোলাম প্রথমআলো। দেশেকে এগিয়ে নিতে প্রথমআলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রথমআলো মুক্তিযুদ্ধের চেতনায় একটি টগবগে দৈনিক। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ উন্নয়নে ভূমিকার রেখে চলা প্রথমআলো যুগ যুগ জিয়ে থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। বন্ধুসভার সদস্য তানিয়ার ‘সূর্যোদয়ে তুমি সূর্য অস্তে তুমি ও আমার বাংলাদেশ’- দেশাত্ববোধক গান দিয়ে শেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যেভাগে বন্ধুসভার সদস্য অন্যান্য নৃত্য সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে প্রথমআলোর জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদা জাহান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠান শেষে বন্ধুসভার সদস্যরা সাতক্ষীরা সদর হাসপাতালে যেয়ে রোগীদের সচেতনতা সৃষ্টি ও সাতক্ষীরা শহরের প্রাণ প্রাণসায়ের খাল রক্ষার জন্য জন্য ক্যাম্পেন করে।