আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার পিরলি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লাহু শেখ (৩২), মৃত কাশেম শেখের ছেলে সেলিম শেখ (৩৫), সেকেন্দার শিকদারের স্ত্রী আদুরী বেগম (৩৩), কওছার বিশ্বাসের মেয়ে তানিয়া খাতুন (২৬) ও যশোর জেলার নওয়াপাড়া এলাকার ইছামতি গ্রামের আশরাফুল শিকদারের স্ত্রী রিপা খাতুন (২৮)।
বিজিবির কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ সংলগ্ন রিভার পিলারের কাছ থেকে উক্ত ৫জনকে আটক করা হয়। তবে, এসময় পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবি সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের নামে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।