খুলনা

সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপিত

By Daily Satkhira

November 06, 2017

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পদক ও বই বিতরণের মধ্য দিয়ে সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। সম্মানিত অতিথি ছিলেন, কাজী ইমদাদুল হকের পৌত্রী কাজী নুসরাত সুলতানা ও কাজী নাহিদা আকবর। বিশেষ আলোচক ও সংবর্ধিত অতিথি ছিলেন প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু, উপকূল সাহিত্য পরিষদের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি রণজিত কুমার মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু। স্বাগত বক্তব্য রাখেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভপতি প্রকাশ ঘোষ বিধান। সাংবাদিক আব্দুল আজিজ ও এন ইসলাম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, বজলুর রহমান, তরুণ কান্তি মন্ডল, আবু রাসেল কাগুজী, তারেক আহম্মেদ, প্রজিত রায়, কল্লোল মল্লিক, জিএম এমদাদ, প্রাণ কৃষ্ণ দাশ, সাংবাদিক রবিউল ইসলাম, আবুল হাশেম, জগদীশ চন্দ্র রায়, পঞ্চানন সানা, শিক্ষার্থী শাহানাজ পারভীন পপি, আফরোজা সুলতানা, পম্পা সরদার, আবু রায়হান, সুষ্মিতা দত্ত, আরজু সুলতানা, ঝর্ণা আক্তার, কাজী রিয়া ও মুন্নি সুলতানা। অনুষ্ঠানে প্রফেসর আব্দুল মান্নান ও কবি পঞ্চানন মল্লিককে কাজী ইমদাদুল হক পদক ও বিভিন্ন লাইব্রেরিতে কাজী ইমদাদুল হক রচনাবলী বই প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃতি ব্যক্তি ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন এবং পাঠ্যপুস্তকে তার জীবনী এবং “আব্দুল্লাহ” উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।