ফিচার

‘বেতনা নদী বাঁচাও’ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By Daily Satkhira

November 06, 2017

নিজস্ব প্রতিনিধি : ‘মরা নদী বেতনা বাঁচাও’ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা সম্মিলিত ঐক্য পরিষদ। নদী তীরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশগত ভারসাম্য রক্ষার দাবিও করেছেন তারা। সোমবার সাতক্ষীরা জেলা জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, বেতনা নদী ভরাট হয়ে যাওয়ায় তীরবর্তী চারটি ইউনিয়নের ৭০ টি গ্রামের মানুষ ভোগান্তির মুখে পড়েছে। প্রতিবছর তারা জলাবদ্ধতার শিকার হচ্ছে। সব ফসল তলিয়ে যাচ্ছে পানিতে। এর প্রভাব পড়েছে মানুষের আর্থ সামাজিক জীবনের ওপর। বেকার হয়ে পড়ছে শত শত মানুষ। এরই মধ্যে বেতনার তীর জুড়ে গড়ে উঠেছে ইট ভাটা। এতে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা বৈরী পরিবেশের শিকার হচ্ছে। অবিলম্বে বেতনা নদী খনন করে পানি প্রবাহ স্বভাবিক করার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুস সামাদ, আবিদুর রহমান, কওছার আলি, শাহজাহান গাজি, আবদুর রশীদ, মফিজুর রহমান প্রমুখ।