কালিগঞ্জ

মানব উন্নয়ন একটা বড় অংশ মহিলাদের উন্নয়ন – ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

November 06, 2017

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক’র নিজস্ববাসভবনে ৬ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় নলতা ইউনিয়ন মহিলা আওয়ালীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে ডা. আ ফ ম রুহুল হক বলেন, মানব উন্নয়ন একটা বড় অংশ মহিলাদের উন্নয়ন। বাংলাদেশ আ’লীগ সরকার উন্নয়নের সরকার। শিক্ষা, চাকুরির ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাভাতা, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা আ’লীগ সরকারের অবদান। এছাড়াও তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আপনাদের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মাতৃত্বমৃত্যু কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশ ও জাতির উন্নয়ন অব্যাহত রাখতে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আবারো আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী মিসেস সাবিনা ইয়াসমিন লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিজুল ইসলাম,নলতা এ.এম.আর কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মহিলা আ’লীগের সকল পর্যায়ের সদস্যবন্দ।