আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি

By Daily Satkhira

November 07, 2017

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধের জোর দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার এক বিবৃতিতে মিয়ানমার সরকারের কাছে এই দাবি জানায় নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতিতে রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে।

চলতি বছরের আগস্টে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ফলে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে। এই সহিংসতার তীব্র সমালোচনার পাশাপাশি এদের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের এই বিবৃতিতে সম্মতি রয়েছে চীনেরও। শুরু থেকেই মিয়ানমারকে নানা বিষয়ে সমর্থন দিয়ে আসা চীন অবশ্য এখনো দেশটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো দেওয়ার অবস্থান থেকে সরে আসেনি।

ওই বিবৃতিতে মিয়ানমার পরিস্থিতি জানাতে একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের জন্য নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওই উপদেষ্টা আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন পেশ করবেন।