ফিচার

সুন্দরবনে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

By Daily Satkhira

November 07, 2017

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে র‌্যাব-জলদস্যু গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সুন্দরবনে চুনকুড়ি নদীর মাথা ভাঙ্গার খালে সকাল সাড়ে ৯টা থেকে আধা ঘন্টা ব্যাপী গোলাগুলির ঘটনায় জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্যা (৪৫) নিহত হয়। র‌্যাব-৬ এর লেঃ কমান্ডার জাহিদ জানান, মাথা ভাঙ্গা খালে জলদস্যু জোনাব বাহিনীর সদস্যরা জেলে বহরে ডাকাতির প্রস্তুতির খবর নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে জলদস্যু বাহিনী গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে উভয়ের মধ্যে ৬০-৭০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানাযায়। এক পর্যায়ে টিকতে না পেরে অস্ত্র গুলি ফেলে জলদস্যুরা সুন্দরবনে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থান তল্লাশী করে নান্নু মোল্যার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় এবং একটি থ্রি-নট থ্রি রাইফেল, ৩টি দেশী তৈরী পাইপগান, ১টি একনলা বন্দুক, ১৩ রাউন্ড শট গানের গুলি, ৭টি থ্রি নট থ্রি রাইফেল গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়। গোলাগুলির ঘটনায় র‌্যাবের দুই সদস্য সৈনিক রাজু মোল্যা ও কনেষ্টবল ফরহাদ আহত হয়। লাশ ও অস্ত্র গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করেন।