পাটকেলঘাটা

তালার তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ

By daily satkhira

October 17, 2016

শেখ মমিন উদ্দীন : প্রায় দুই শতাব্দীর পুরানো প্রাচীন ঐতিহ্যের স্মারক স্থাপত্য শিল্পের কারুকার্য খচিত তেতুলিয়ার ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ। তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বাজারে প্রধান সড়কের পাশে এ মসজিদটি অবস্থিত। এলাকায় এটি মিয়া মসজিদ নামে পরিচিত। মসজিদের উত্তর পাশে রয়েছে ২ একরের এক বিশাল দিঘি। ১৮’শ শতাব্দীর প্রথমদিকে মোঘল আমলে তেতুলিয়া গ্রামে তৎকালীন মুসলিম ধার্মিক জমিদার কাজী সালামতুল্লাহ খান বাহাদুর এটির নির্মাণ করেছিলেন। মসজিদটির উত্তর পার্শ্বে রয়েছে বিশাল একটি দীঘি। মসজিদ থেকে সিড়ি গিয়ে মিশেছে দীঘির তলদেশে এবং মসজিদটির চারপাশ ঘিরে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট সীমানা প্রাচীর। মসজিদটিতে ছোটো বড় মিলিয়ে রয়েছে ১৮ টি মিনার। জমিদার কাজী সালামতউল্লাহর বংশধর দাবি করে লন্ডন প্রবাসী মন্টি সিদ্দিকীর লাগানো একটি প্লেটে উল্লেখ রয়েছে, মসজিদটি তেতুলিয়া শাহী জামে মসজিদ নামে পরিচিত। যা ১৮৫৮-৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদটির প্রতিষ্ঠাতা খান বাহাদুর মৌলভী সালামতউল্লাহ। যা মোঘল মনুমেন্টস অব বাংলাদেশ নামক গ্রন্থে প্রকাশিত তথ্য দ্বারা প্রমাণিত। তিনি তেতুলিয়ার জমিদার ছিলেন। তেতুলিয়ার কুরসিনামা অনুযায়ী কাজী সালামতউল্লাহ ১৮০৬ সালে জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ শসনামলের ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। ধারণা করা হয় রাস্তার অপর পাশের জমিদার বাড়িটিও একই সময়ে নির্মিত। এই মসজিটির সঙ্গে ১৮৪০-৪১ সালে প্রতিষ্ঠিত কলকাতার শাহজানী বেগম মসজিদ এবং ১৮৪২ সালে প্রতিষ্ঠিত কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সাদৃশ্য লক্ষ্য করা যায়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শেষের দিকে কাজী সালামতউল্লাহর প্রো-পিতা সহ কাজী বাকাউল্লাহ খানকে যশোরের নায়েব কাজী এবং ফতেয়াবাদের (যা বর্তমানে ফরিদপুর নামে পরিচিত) কাজীর সনদ দেওয়া হয়েছিল। জনশ্র“তি রয়েছে, সালামতউল্লাহ শাহী জামে মসজিদ থেকে কোয়ার্টার মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট পুরাতন শাহী জামে মসজিদটি (ভাঙ্গা মসজিদ) কাজী বাকাউল্লাহ খান বা তার অনুসারীরা প্রতিষ্ঠা করেছিলেন। একই ধরণের এক গম্বুজ বিশিষ্ট আরো একটি মসজিদ রয়েছে তালা আলিয়া মাদ্রাসার সামনে। যেটা কাজী মসজিদ নামে পরিচিত। তেতুলিয়ার শাহী মসজিদটি দেখতে যাওয়ার সহজ পথ হলো সাতক্ষীরা -খুলনা মহাসড়কের নোয়াপাড়া বাজারে নেমে ভ্যানযোগে ৩কিঃমিঃ পূর্ব দিকে তেতুলিয়া বাজার অথবা সাতক্ষীরা -খুলনা মহাসড়কের আঠারমাইল বাজারে নেমে বাস অথবা ভ্যানে ৪কিঃমিঃ দক্ষিণে গেলে দেখতে পাওয়া যাবে ঐতিহাসিক তেতুলিয়া  শাহী জামে মসজিদ ।