খেলা

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

By Daily Satkhira

November 08, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তার বক্তব্যে বলেন, ‘লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলা মেধা ও মনের বিকাশ ঘটায়। বাংলাদেশে বর্তমানে ক্রিকেটে প্রসার লাভ করেছে। মেধা ও শ্রম দিয়ে ক্রিকেট খেললে ভাল মানের ক্রিকেটার হওয়া সম্ভব।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন পিপিএম। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। সাতক্ষীরা স্টেডিয়াম ভেন্যুর বি-গ্রুপের ইয়ং টাইগার্স অনূর্ধ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা দল বনাম কুষ্টিয়া জেলা দল। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, কাজী কামরুজ্জামান, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. হাফিজুর রহমান খান বিটু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী ও বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রিকেটপ্রেমী দর্শক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল।