মাহফিজুল ইসলাম আককাজ : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার আয়োজনে আইডিইবির গৌরববোজ্জল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৭ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে দিবসের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. আবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. জায়েদ বিন গফুর, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মুছাব্বেরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুর রশিদ, জন-সংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মো. মতিয়ার রহমান, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. রাসেল কবির, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. এমদাদুল হক, মহিলা ও পরিবেশ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছা. নার্গিস খানম, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামান, কাউন্সিলর প্রকৌশলী সরোয়ার হোসেন, কাউন্সিলর প্রকৌশলী প্রবীর কুমার মৃধাসহ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার নেতৃবৃন্দ ও পলিটেকনিক ইনস্টিটিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা।