জাতীয়

‘পুলিশে চাকরির পাশাপাশি তিনি ছিনতাইও করেন

By Daily Satkhira

November 08, 2017

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ বুধবার ভোরে আশুলিয়ার বাইপাইল থেকে ওই চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আটক পুলিশ কর্মকর্তা মকবুল হোসেন গাজীপুর শিল্প পুলিশের-২ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। আটক বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, আটকরা সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে অপরাধমূলক বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানান, শিল্প পুলিশের এএসআই মকবুলের সহায়তায় চক্রটি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার-বাণিজ্য পরিচালনা করত। তাঁরা নিরীহ মানুষকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তুলে ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ হাতিয়ে নিত। এ ছাড়া পুলিশের তল্লাশি ফাঁড়ি বসিয়ে ছিনতাই করত।

ওসি আবদুল আওয়াল আরো জানান, বুধবার ভোরে বাইপাইল থেকে চার ব্যক্তিকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার সময় আটক করা হয় শিল্প পুলিশের এএসআই মকবুল হোসেনসহ চারজনকে। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।