মনিরুজ্জামান মুকুল : ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহায়তায়, ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায়, গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শ্লোগান ছিল “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।” র্যালি শেষে সদর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল করিম ও গ্রাম আদালত সহকারী নুরজাহান এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্যানেল চেয়ারম্যান রাম কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, বেবী নাসরিন, মলয় কুমার গায়েন, শক্তি শেখর চক্রবর্তী প্রমুখ।