আশাশুনি

আশাশুনিতে দু’টি বাল্যবিবাহ বন্ধ

By Daily Satkhira

November 08, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে উপজেলা প্রশাসনের তৎপরতায় দু’টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও পিরোজপুর গ্রামের আঃ সালাম বিশ্বাসের কন্যা তারিনা খাতুনের বিয়ের আয়োজন করা হয়। বর ছিল খালিয়া গ্রামের শাহমত ঢালীর পুত্র হান্নান। খবরটি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার কাছে পৌছলে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের সহযোগিতায় বিবাহ বন্ধ করে দেন। এদিকে গতকাল (বুধবার) দরগাহপুর ছিদ্দিকীয়া আলিম মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্রী ও খরিয়াটি গ্রামের আছাফুর গাজীর কন্যা শারমিনের বিয়ের আয়োজন করা হয়। বর পাইকগাছার মৃত মোকছেদ সানার পুত্র রিপন। উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে মহিলা বিষয়ক কর্মকর্তা ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলির মাধ্যমে বিয়ে বন্ধ করে দেন।