সাতক্ষীরা

১৬ কেজি স্বর্ণ চোরাচালান মামলার অন্যতম আসামী রবীন্দ্রনাথ আটক

By daily satkhira

October 17, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের জজ কোর্টের সামনে থেকে ১৬ কেজি স্বর্ণ চোরাচালান মামলার অন্যতম আসামী রবীন্দ্রনাথ দাসকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রবীন্দ্রনাথ দাস কলারোরোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের জ্ঞানেন্দ্রনাথ দাসের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, গত ২ সেম্পেম্বর ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে একটি মটর সাইকেলের সিটসহ বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি স্বর্ণেরবারসহ আলিউজ্জামান নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে বিজিবি। তার কাছ থেকে উদ্ধারকৃত মটর সাইকেলটির মালিক এই রবী›ন্দ্রনাথ দাস। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ১৬ কেজি স্বর্ণেরবার চোরাচালানীর ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় রবীন্দ্রনাথ দাসকে আটক দেখানো হয়েছে।