শ্যামনগর

শ্যামনগরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

By Daily Satkhira

November 09, 2017

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে ১৯০ জন দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর শ্যামনগর উপজেলা কৃষি অফিস বাস্তবায়নে উপজেলা চত্বরে ধান কাটার রিপার, সার ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করেণ সাতক্ষীরা ৪ আসনের এমপি এস,এম,জগলুল হায়দার। এ সময় শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উল মূলক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি জি,এম,আকবর কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সরকারি ৭০% ভর্তুকিতে ২৫টি ধান কাটার রিপার, প্রত্যেক কৃষককে ৮০ জনের ১কেজি সরিষা, ডিএপি ২ কেজি, এমওপি ১০কেজি, ৮০জনকে কেজি মুগ ডাল ডিএপি ১ কেজি, এমওপি ১০ কেজি, ১০জনকে তিল ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি১০কেজি, ২০জনকে ২ কেজি ভুট্রা, ডিএপি২০কেজি, এমওপি ১ কেজি সার প্রত্যেক দরিদ্র কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। বিতরণ পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থহ্যতা কামনা করে দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কৃষকরা উন্নত কৃষি উপকরণ, বীজ ও সার পাওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেণ।