আজকের সেরা

আমরা না থাকলে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হবে : আ ‘লীগকে ইনু

By Daily Satkhira

November 09, 2017

ইনু। সবগুলো দল মিলেই পুরো এক টাকা হয়, তা না হলে সংখ্যাগরিষ্ঠ হয়েও কোনো লাভ নেই বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইনু।

আওয়ামী লীগ নেতাদের দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি দল করি কিন্তু ঐক্য করি। অনেকে বলেন, কারো নাকি দয়ায় মন্ত্রী হয়েছি। আমি একটা কথাই বলব ঐক্য প্রশ্নে এক টাকা চিনেন? এক টাকা, ১০০ পয়সায় এক টাকা। আপনার ৮০ পয়সা থাকতে পারে কিন্তু আপনি এক টাকার মালিক না। আপনার ৯৯ পয়সা থাকতে পারে কিন্তু আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবে না ততক্ষণ ক্ষমতা পাবেন না। আপনি ৮০ পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে এক টাকা হয়। আমরা যদি না থাকি তাহলে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’

এ সময় আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের ব্যাখ্যাও দেন হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘খালেদা জিয়া রাজাকারের নেত্রী। শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির। আমি তাই দেশের জন্য হাসিনার সঙ্গে ঐক্য গড়েছি। খালেদাকে বর্জন করেছি। দেশের জন্যই আমি তাই বলি, আর রাজাকার সরকার না।’

নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানান জাসদ সভাপতি। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে আস্থা রেখে আমাকে তথ্যমন্ত্রী বানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন এর আগে কোনোদিন তথ্যমন্ত্রী অন্য দল থেকে হয়নি।’

নির্বাচন প্রসঙ্গে ইনু বলেন, ‘বাংলাদেশকে যদি রক্ষা করতে চান, উন্নয়ন চান, শান্তি চান তাহলে ১৮ সালের ডিসেম্বরে যথাসময়ে নির্বাচন করতে হবে। সংবিধান রক্ষা করতে হবে। জাসদের শক্তি আছে, লাঠি আছে। আমরা যদি মনে করি জাসদের লাঠি যেই, রাস্তায় যাবে, সেই রাস্তায় আর কেউ থাকবে না।’

‘দেশ ও এলাকায় শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখুন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-দখলবাজি-দুর্নীতিবাজদের রুখে দাঁড়ান’ স্লোগানে শুরু হওয়া জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ। জনসভায় স্থানীয় জাসদের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।