কালিগঞ্জ

সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই- কালিগঞ্জে ডা. রুহুল হক

By Daily Satkhira

November 09, 2017

কালিগঞ্জ ব্যুরো : মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দুরে রাখাতে খেলা ধুলার কোন বিকল্প নেই। খেলা ধুলা শলীর মন পরিস্কার রাখে। এ জন্য যুব সমাজকে খেলাধূলার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। সরকার খেলাধুলার জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে বেশী পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। কালিগঞ্জ উপজেলার সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ৪ দলীয় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সাদপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শ্যামনগর উপজেলার ভ্ররুলিয়া মহসীন রেজা ফুটবল একাদশ ও কালিগঞ্জ উপজেলার উত্তরশ্রীপুর ফুটবল একাদশের মধ্যেকার খেলাটি আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়। খেলার প্রথম অর্ধে ৭ মিনিটের মাথায় উত্তরশ্রীপুর একাদশের বেলাল ১ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে মহসীন রেজা একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় সিও খেলার ৯ মিনিট, ২৮ মিনিট ও ৬৫ মিনিটের মাথায় পর পর ৩ গোল করে হেট্্িরক করে। দলের অপর গোলটি করেন ৬৯ মিনিটের মাথায় গোল করে দল ৪-১ গোলে এগিয়ে যায়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মহসীন রেজা ফুটবল একাদশ ৪-১ গোলে উত্তরশ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমিনুর রহমান, আব্দুস সামাদ। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মাদ বিশ্বাস, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান সেলিম, নুরুজ্জামান জামু, অধ্যাপক গাজী আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহম্মাদ আলী গাজী, সাবেক ইউপি সদস্য ডাঃ আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, জিএম শাহাবুদ্দিন গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা শামছুল হুদা কবির খোকন প্রমুখ।