সাতক্ষীরা

ভোমরা সড়কে লেগুনা সার্ভিস বন্ধ রাখার দাবি

By Daily Satkhira

November 10, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-ভোমরা সড়কে লেগুনা সার্ভিস বন্ধ রাখার দাবীতে সাতক্ষীরা জেলা অটোরিকসা, অটোটেম্পু মালিক সমবায় সমিতি জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিআরটি’এ’র সহকারী পরিচালক, সহকারী পরিচালক এন,এস,আই, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে জেলা অটোরিকসা, অটোটেম্পু মালিক সমবায় সমিতি লিঃ এর সকল নেতৃবৃন্দ সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে বিষয়টি অবহিত করেন। এসময় জেলা অটোরিকসা, অটোটেম্পু মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জোহর আলী বলেন, লেগুনা সার্ভিসের গাড়িগুলো আগে টাউন সার্ভিসের আওতায় চলাচল করতো। সাতক্ষীরা কদমতলা হতে আলিপুর চেক পোষ্ট পর্যন্ত, এছাড়া সাতক্ষীরা টু বৈকারী কদমতলা রোডে চলাচলের অনুমতি পেয়েছে। কিন্তু গাড়িগুলি প্রাপ্ত রুটে চলাচল না করে তারা ভোমরা রোডে চলাচল করছে। একই রোডে দুই প্রকার যাত্রীবাহি গাড়ি চলাচল করলে চালকদের সাথে সংঘর্ষ হতে পারে এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। এই সংগঠনের কিছু শিক্ষিত, অল্পশিক্ষিত অসহায় বেকার যুবক ব্যাংক ও সমিতি থেকে লোন নিয়ে কিস্তিতে থ্রি-হুইলার, অটোরিকসা অটোটেম্পু গাড়ি ক্রয় করে সরকার অনুমোদিত বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিয়ে শুধুমাত্র সাতক্ষীরা থেকে ভোমরা রোডে চলাচল করে যাত্রীদের সেবা দিয়ে আসছে। বিগত ২০১৩ সালের ২৮ শে ফেব্রুয়ারীর পর থেকে হরতাল অবরোধের নামে যখন দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় এই জেলায় সন্ত্রাসী তান্ডব চালায় তখন আমরা উক্ত তান্ডব ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে স্বোচ্ছার হই এবং মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ করে জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে হরতাল অবরোধ মুক্ত রাখার জন্য আমরা জীবনের ঝুকি নিয়ে গাড়ি চালিয়ে যাত্রী সেবা দিয়েছি এবং গাড়ি চলাচল স্বাভাবিক রেখেছি। এজন্য একান্ত মানবিক কারণে সংগঠনের মালিক শ্রমিকদের কথা ভেবে শান্তি-শৃঙ্খলা রক্ষার বৃহত্তর স্বার্থে ভোমরা রোডে লেগুনা সার্ভিস চলাচল বন্ধের দাবী জানিয়ে বলিষ্ঠ হস্তক্ষেপ কামনা করেন শ্রমিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সংসদ সদস্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠ সমাধানের আশ^স্থ করেন।