দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হঠাৎ করেই ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে কাজ করতে অনাগ্রহের কথা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরুর এই ই-মেইলের জবাবে বারবার বিসিবি যোগাযোগের চেষ্টা করলেও তার দিক থেকে কোন উত্তর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেক্সিমকোয় তার নিজের অফিসে বসে মিডিয়াকে এ তথ্য জানান তিনি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তার সঙ্গে আমার বেশ ভাল সম্পর্ক। আমার সাথে খোলামেলাই কথা বলতো সে; কিন্তু কয়েকদিন ধরে আমিও তার সাথে যোগাযোগ করতে পারছি না। এমনকি বিসিবির সিইও সুজনেরও সাথে যোগাযোগ করছে না।’
হাথুরুর এমন অপেশাদার আচরণের জন্য হয়তো কিছু খেলোয়াড় এবং সাংবাদিকদের দায়ী মনে করছেন বিসিবি বিগ বস। এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলে, ‘হাথুরু চলে যাওয়াতে আমার মনে হয় অনেক খেলোয়াড়ই খুশি। আপনাদের অনেক সাংবাদিকও খুশি হয়েছে মনে মনে।’
তবে হাথুরু যোগাযোগ না করলেও, তিনি যদি কাজ করতে না চান তাহলে তাকে জোর করে কাজ করানো যাবে না বলেই মনে করেন নাজমুল হাসান পাপন।