আশাশুনি

সরকারের উন্নয়ন তুলে ধরতে আশাশুনির প্রত্যন্ত অঞ্চলে ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

November 10, 2017

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু/মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে : বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকার জনগণ বান্ধব সরকার। জনগণের যে কোন সমস্যায় বর্তমান সরকার সচেতন। আমাদেরকে শুধু উন্নয়নের জোয়ারে বর্তমান সরকারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জাতীর পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি নিজেই জনগনের যে কোন বিষয় নিয়ে অতিশয় সোচ্চার। শুধু দেশেই নয় সারা বিশ্বে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলো জ্বলজ্বল করছে,সারা বিশ্ব আমাদের নেত্রীর গুনকীর্তন করছে। বিশ্বেও বিভিন্ন মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর সুনাম ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রীর মানবিক বিবেচনার প্রশংসা করে আন্তর্জাতিক বিশ্ব তাকে মাদার অফ হিউমিনিটি আক্ষা দিয়েছে। আমরা আমাদের এ সুযোগ্য নেত্রীর উপর নির্ভর করে অদূর ভবিষ্যতে উন্নত দেশে পরিনত হব। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগনকেই এ উন্নয়নের প্রবাহ ধরে রাখতে হবে। উন্নয়নের এ ধারাকে আরো বেশি বেগবান এবং শিখরে পৌছে নিয়ে যাওয়ার জন্য আওয়ামীলগকে আবার নির্বাচিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। ১০ নভেম্বর শুক্রবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে তৃণমূল পর্যায়ে মতবিমিয়কালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন-বর্তমান সরকার বয়ষ্ক ভাতা, বিধাব ভাতাসহ বিভিন্ন প্রকারের ৬৪ পর্যায়ে আপনাদের বিভিন্ন ভাতা প্রদান করছে। বর্তমান সরকার মাতৃত্ব মৃত্যুরহার রোধে খুব জোরালোভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আপানদের এলাকায় সুপেয় পনি এবং বেড়ি বাধ নির্মান যাতে খুব দ্রুত পৌছে যায় তারও ব্যাবস্থা করবে এই উন্নয়নবান্ধব সরকার। এসময় উপস্থিত ছিলেন-সংসদ প্রতিনিধি সম্ভুজিৎ মন্ডল, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সাধারণ বিপুল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বড়দল ইউপি বিভিন্ন আব্দুল আলিমসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।