বাঁ পায়ের খেলোয়াড় মার্সেলো। ডান পা’টা তার বেশ দুর্বলই। অথচ এই পা দিয়েই করলেন তিনি অনেকদিন মনে রাখার মতো এক গোল। জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের হাইলাইট বক্সের অনেকটা বাইরে থেকে মার্সেলোর করা গোলটি। অসাধারণ এই গোলের দিনে ব্রাজিলও মাঠ ছেড়েছে জয় নিয়ে। লিলের ম্যাচে জাপানকে সহজেই হারিয়েছে সেলেসাও’রা ৩-১ গোলে।
নেইমার গোল পেয়েছেন, লক্ষ্যভেদ করেছেন ফর্মের তুঙ্গে থাকা গাব্রিয়েল হেসুসও; তবু জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আলোচনায় মার্সেলো। রিয়াল মাদ্রিদ লেফটব্যাক ২০ গজ দূর থেকে আচমকা এক শটে করেছেন দেখার মতো এক গোল। বাঁ পায়ের খেলোয়াড় ডান পায়ের বুলেট গতির শটে গোলটি করায় তাকে নিয়ে আলোচনাটা আরও বেশি।
ওটা ছিল ব্রাজিলের দ্বিতীয় গোল। জাপানের জালে ‘উদ্বোধন’টা করেছিলেন অবশ্য নেইমার। ম্যাচ ঘড়ির দশম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। নিজেদের বক্সের ভেতর জাপানের খেলোয়াড় মায়া ইয়োশিদা ফেলে দিয়েছিলেন ফের্নান্দিনিয়োকে। ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি) প্রযুক্তি ব্যবহার করে মাঠ রেফারি দেন পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নেইমার।
মিনিট সাতেক পর আবারও পেনাল্টি থেকে গোলের সুযোগ আসে নেইমারের সামনে। হেসুসকে ফাউল করায় রেফারি পেনাল্টি দিলেও স্পট কিক থেকে এবার আর লক্ষ্যভেদ করতে পারেননি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তার কিক ঝাঁপিয়ে প্রতিহত করা জাপানিজ গোলরক্ষক কাওয়াশিমার উল্লাস কয়েক সেকেন্ড পরই হাওয়ায় মিলিয়ে দেন মার্সেলো ওই অসাধারণ গোলটি করে।
২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিলের আক্রমণের ধার কমেনি। ৩৮ মিনিটে তিন নম্বর গোলটি করে প্রথমার্ধেই আসলে জয়টা নিশ্চিত করে ফেলে লাতিন আমেরিকার দেশটি। এবার স্কোরশিটে নাম তোলেন হেসুস। দানিলোর চমৎকার ক্রস ছোট বক্সের ভেতর থেকে পায়ের আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে ব্রাজিলের জার্সিতে ১২তম ম্যাচে পান তিনি অষ্টম গোলের দেখা।
দ্বিতীয়ার্ধে অবশ্য জাপান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে শুরু থেকে। এই অর্ধে তুলনামূলক বেশি সুযোগ তৈরি করেছে এশিয়ান দলটি। গোলের দেখাও পায় তারা ৬৩ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে জাপানের খেলায় ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন তোমোওকি মাকিনো। পরে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল জাপান, একবার তো বল জালেও জড়িয়েছিল! যদিও অফসাইডের কারণে বাতিল হয় তা।
শেষ পর্যন্ত কোনও দলই আর লক্ষ্যভেদ করতে না পারলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দল গুছিয়ে নেওয়ার প্রথম ধাপটা ভালোভাবেই সেরে নিলেন ব্রাজিল কোচ তিতে। গোল ডটকম