কলারোয়া

কলারোয়ায় দীর্ঘদিন পরে মঞ্চস্থ হলো সুস্থ যাত্রাপালা

By Daily Satkhira

November 12, 2017

কলারোয়া ব্যুরো : কলারোয়ায় দীর্ঘদিন পরে মঞ্চস্থ হলো যাত্রাপালা। শুক্রবার রাত ৮টার সময় কলারোয়া পাইলট হাইস্কুল মাঠের উন্মুক্ত মঞ্চে যাত্রাপালার আয়োজন করে সৌখিন নাট্যগোষ্ঠি।‘নাঙ্গা তলোয়ার’ নামের ওই যাত্রা পালায় অনেক গুনি যাত্রা অভিনেতা-অভিনেত্রিরা অভিনয় করেন। দীর্ঘদিন পর যাত্রাপালার ‘আসল’ স্বাদ উপভোগ করেন দর্শকরা। কারণ বর্তমানে নামসর্বস্ব ও যাত্রার নামে অশ্লীলতা বেশি প্রাধান্য পায় বিভিন্ন যাত্রানুষ্ঠানে। সেই দৃষ্টিকোণ থেকে শুক্রবার রাতে কলারোয়ায় মঞ্চস্থ হওয়া ঐতিহাসিক এ যাত্রাপালাটি পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দেয় অনেককে। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে তুলসীডাঙ্গা অধিবাসি সিরাজুল ইসলামের(৬০) কাছে যাত্রাপালা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পালাগান জারি গান ও যাত্রাপালা আবার ফিরে এসেছে। এই সুষ্ঠ বিনোদন গ্রাম বাংলার আবহমান চিত্রই তুলে ধরে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ,এখন আগের মত আর আমরা পালাগান, জারিগান ও যাত্রাপালা দেখতে পাইনা। কেননা যাত্রাপলার নামে চলে অশ্লীলতা। সৌখিন নাট্যগোষ্ঠির এক নাট্যকর্মীর কাছে তাদের এই উন্মক্ত যাত্রাপালার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন সুষ্ঠু সংস্কৃতি চর্চার জন্য আমাদের এই আয়োজন। অনেক দিন পরে জনসাধারণ যাত্রাপালা দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত। আমাদের পরিকল্পনা এই ধরনের আয়োজন আরো করার।